গাইবান্ধায় ৮৩ হাজার ৫৭০ জন পাবেন বিনামূল্যে বীজ

0
193

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্থাঃ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে গাইবান্ধা জেলার ৮৩ হাজার ৫৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ-সার। ইতোমধ্যে ওইসব কৃষকদের মাঝে বিভিন্ন ধরণের ফসল বীজ ও সার বিতরণ শুরু করা হয়েছে। ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা দেওয়া হচ্ছে।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। কৃষি বীজের মধ্যে সরিষা, গম, ভূট্টা, শাক-সবজি, বাদাম, পেঁয়াজ, সূর্যমুখী, পেঁয়াজ, মসুর, মুগ সয়াবিনের জাতের রয়েছে।

গাইবান্ধা কৃষি বিভাগের সহকারী কৃষি কর্মকর্তা তানজিমুল হাসান বলেন, চলতি অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির সুবিধাভোগি মাঠপর্যায়ে গিয়ে নির্বাচন করা হয়েছে। প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু করা হয়েছে।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বেলাল উদ্দিন জানান, খাদ্যশস্য উৎপাদন বাড়াতে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে বরাদ্দ অনুযায়ী ভূতর্কি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিনেও দেওয়া হচ্ছে। একই সঙ্গে পারিবারিক পুষ্টি বাগান করাসহ চলতি রবি মৌসুমের বীজ ও সার বিতরণ সুষ্ঠুভাবে চলছে।