কুয়াকাটায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদ্‌যাপনে মানববন্ধন

0
420

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২ উদ্‌যাপন উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল ৪ টায় কুয়াকাটা রাখাইন মার্কেট চত্বরে ‘সিঁড়ি’ নামে একটি আদিবাসী নারী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে ও সংগঠনটির সভাপতি লুমা রাখাইনের নেতৃত্ব এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় সিঁড়ি’র প্রকল্প কর্মকর্তা লাকী’র নেতৃত্বে “নির্যাতন যেখানে–প্রতিরোধ করবো সেখানে”, “পাহাড় কিংবা সমতল–আমরাই নারী আমরাই বল”, “রাজপথে নারীর সাড়া–জাগরণে নতুন ধারা”, “রাতের বেড়া ভাঙ্গবো–স্বাধীনভাবে চলবো”– স্লোগান দেন নারী প্রতিনিধিরা।

প্রসঙ্গত, সারা বিশ্বব্যাপী প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্‌যাপন করা হয়। এ বছর এ পক্ষের মূল সূর হচ্ছে “একতা! নারী ও কিশোরীর প্রতি সহিংসতা বন্ধে সক্রিয়তা।”