নীলফামারীতে ইজতেমা প্রাঙ্গণে বৃদ্ধের মৃত্যু

0
272

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে শুরু হওয়া জেলা ইজতেমা প্রাঙ্গণে জসো উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার মধ্যরাতে তার মৃত্যু হয়। তিনি ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকার কাচুয়া মামুদের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় তার।

জেলা তাবলীগ জামাতের আমীর ও নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম জানান, “বুধবার বিকেলে ইজতেমায় এসেছিলেন তিনি। রাতে ঘুমানো অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার ফজরের নামাজের পর ইজতেমা প্রাঙ্গণে জানাযা শেষে তার লাশ বাড়িতে পাঠানো হয়। ”

এদিকে বৃহস্পতিবার ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনের জেলা ইজতেমা। বয়ান পেশ করেন বাংলাদেশ তাবলীগ জামাতের সুরা সদস্য মাওলানা মো. মোশাররফ হোসেন।

অধ্যক্ষ দিদারুল ইসলাম জানান, “তিন দিনে মাওলানা মোশাররফ হোসেন ছাড়াও কওমী মাদরাসা বোর্ডের চেয়ারম্যান মাওলানা জিয়ামিন কাশেমী বয়ান করবেন।

আগামী শনিবার দুপুর ১২টার পরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এই ইজতেমা।”

প্রসঙ্গত, নীলফামারীতে ২০০৩ সাল থেকে ইজতেমা শুরু হয়। এরমধ্যে ২০১৮সাল থেকে জেলা সদরের টেক্সটাইল মাঠে হলেও এরআগে জেলা শহরের বড়মাঠে ইজতেমা অনুষ্ঠিত হয়।