ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো ও তুরস্ক

0
210
ফাইল ছবি।

রিখটারস্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো। এদিকে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে তুরস্কে।

বুধবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬৷ এদিন তীব্র কম্পন অনুভূত হয় তুরস্কের পশ্চিম অংশে৷ জানিয়েছে ইউরোপিয়ান মেডিটারেনিয়ান সিসমোলজক্যাল সেন্টার৷ ভূমিকম্পের তীব্রতা ও প্রভাব সবথেকে বেশি ছিল তুরস্কের দুজকে শহরে৷ তবে কম্পন অনুভূত হয়েছে ইস্তানবুল এবং আঙ্কারা শহরেও৷ এদিনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি৷

এদিকে মেক্সিকোতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দেশটির বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে এটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার লাস ব্রিসাসের ৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।