ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির বর্ধিতসভা অনুষ্ঠিত

0
323
smart

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৩ সালের ১১ ও ১২ফেব্রæয়ারী অনুষ্ঠিত হবে শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান। শনিবার সকাল সাড়ে ১০ টায় জিএম পাইলট উচ্চ বিদ্যালয়টির অডিটরিয়ামে অনুষ্ঠিত বর্ধিত সভায় এ দিন-ক্ষন নিদ্ধারন করা হয়।

শতবর্ষ উদযাপন কমিটির বর্ধিত সভায় গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি ও ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনের সভাপতিত্বে, বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাত্তন ছাত্র ফুলবাড়ী সরকারী কলেজের (অব) অধ্যক্ষ প্রফেসর নজমুল ইসলাম, বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক ও ছাত্র বীন্দ্রেনাথ সরকার, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস, সাবেক উপজেলা চেয়ারম্যান নজমুল হক নাজিম, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, তেলগ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, প্রাক্তন ছাত্র দৈনিক ভোরের আকাশের প্রকাশক এস.এম নুরুজ্জামান, রজব আলী, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।

ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়টি ১৯২০ সালে স্থাপিত হয়। এ বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এ অ লের শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বিদ্যালয়টি পৌর শহরের পূর্ব প্রান্তে ১২ এর জায়গার উপর প্রতিষ্ঠিত। বিদ্যালয়টির মধ্যে রয়েছে পৌরসভার প্রধান ঈদগাহ মাঠ, খেলার মাঠসহ একটি বিশাল ক্যাম্পাস। বিদ্যালয়টি এ উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ২০২০ সালে বিদ্যালয়টি শর্তবর্ষ হলেও, বৈশিক দুর্যোগ মহামারী করোনার কারনে শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান হয়নি। এ অনুষ্ঠানটি আগামী ২০২৩ সালের ১১ ও ১২ ফেব্রæয়ারী করার প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এ জন্য উদযাপন কমিটি সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছে। এসময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।