চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক দুই

0
150

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে কসবা ইউপির খান্দুরা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম শুকুদ্দি (৫৩), তিনি গোমস্তাপুর উপজেলার গরিপুর গ্রামের ফাজুতেলীর ছেলে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, গতরাতে চাঁপাইনবাবগঞ্জ বিএমডির নির্বাহী প্রকৌশলী মো: শফিকুল ইসলামের কসবা ইউপির খান্দুরা গ্রামে কাটিমন আমের বাগানে রাতে আম চুরি করতে আসেন শুকুদ্দি। পরে বাগানের পাহারায় থাকা লোকজন আমসহ শুকুদ্দিকে ধরে বেধড়ক মারপিট করে। মারপিটের এক পর্যায়ে বুধবার সকালে শুকুদ্দি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে বুধবার সকালে নাচোল থানা পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটক করে।
এ ব্যাপারে নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, স্থানীয়দের দাবি মৃত ব্যক্তি আম চুরি করতে বাগানে গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

অভিযুক্তদের আটকের ব্যাপারে ওসি আরও জানান, যারা চোর সন্দেহে বৃদ্ধকে ধরেছে এবং মারধর করেছে তাদেরকেই জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।