ইরানে বিক্ষোভের দায়ে প্রথম মৃত্যুদণ্ড

0
121

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে দাঙ্গা ও সহিংসতার অভিযোগে এক জনের ফাঁসি এবং ৫ জনকে কারাদ- দিয়েছে তেহরানের আদালত। স্থানীয় সময় রোববার কয়েকশ বিক্ষোভকারীকে আদালতে তোলা হলে এই রায় দেয়া হয়।

ইরানে বিক্ষোভ শুরুর পর এই প্রথম একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কুর্দি তরুণি মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে প্রায় দুই মাস ধরে চলা বিক্ষোভের মধ্যেই রোববার এ মৃত্যুদণ্ড ঘোষিত হলো।অজ্ঞাত অভিযুক্তকে তেহরানের আদালতে এ দণ্ড দেওয়া হয়।

অভিযুক্তদের সরকারি স্থাপনায় আগুন ধরিয়ে দেয়া ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী করা হয়েছে। বিভিনজনকে ৫ থেকে দশ বছরের সাজা দেয় আদালত।

তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিরোধী কাজের অভিযোগ আনা হয়। পুলিশি হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর পর শুরু হওয়া বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে ইরানজুড়ে।

এ পর্যন্ত ৩ শতাধিক মানুষ নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন বলে দাবি বিভিন্ন মানবাধিকার সংস্থার। এছাড়া গ্রেফতার হয়েছে ২ হাজারের বেশি।