ঘাটাইল উইজডম ভ্যালি স্কুলে কাব হলিডে উদযাপন

0
288

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে কাব শিশুদের নিয়ে আজ শনিবার দিনব্যাপি কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে। শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালি স্কুল তাদের স্কুলের ৭১ জন কাব শিশু নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী।

স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন বলেন, স্কাউট কার্যক্রমে কাব শিশুদের জন্য এটি একটি অন্যতম বড়মাপের আয়োজন। আনন্দ ঘন পরিবেশে বৈচির্ত্যপূর্ণ কার্যক্রমের মাধ্যমে শিশুদের দক্ষতার মানযাচাই সহ নানা আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষক ও কাব শিশুরা দিনটি অতিবাহিত করেছে। এর মাধ্যমে স্কাউটিং কার্যক্রমের নানা বিষয়েও তারা দক্ষতা অর্জন করতে সক্ষম হবে।

দিনব্যাপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, সাবেক মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা শিক্ষা অফিসার কল্পনা রানী ঘোষ, জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস, স্কাউটের ঘাটাইল উপজেলা শাখার সম্পাদক রোজি সিদ্দিকা, উপজেলা শাখার কাব লিডার এমরান হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাজী রেজাউল হক সিজার প্রমূখ।

বিদ্যালয়ের স্কাউট শিক্ষক ও কাব লিডার আবুল কাশেমের সার্বিক তত্বাবধানে কাব হলিডে’র সার্বিক কার্যক্রম পরিচালিত হয়।