ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’কে সম্মিলিত ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক পরিষদের সংবর্ধনা

0
277

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন (বামা) নির্বাচনে বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এ্যাসোসিয়েশন-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান, হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া সভাপতি এবং দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি ডা. মো. মিজানুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় সম্মিলিত ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক পরিষদের পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারের ১২ তলার মিলনায়তনে ১১ নভেম্বর, ২০২২ শুক্রবার সকাল ১০টায় এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনার জবাবে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসাখাতকে এগিয়ে নিতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নিজেদের ভুলগুলো দূর করে দাবি আদায়ে সরকারের কাছে আবেদন করলে অবশ্যই তা পূরণ হওয়া সম্ভব। ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা সেবা আপামর মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের প্রতি উদাত্ত আহ্বানও জানান ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বামা’র সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এ্যাসোসিয়েশনের মহাসচিব হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী, ভাইস-চেয়ারম্যান হাকীম নৃপেন্দ্রনাথ বৈরাগী, হাকীম ডা. মোবারক হোসাইন, হাকীম মো. কামরুজ্জামান, সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষক ডা. শারিক হাসান খান, ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ড সদস্য হাকীম কামরুল ইসলাম নাবাতাতী, হাকীম মো. মোকছেদুল আলম, কবিরাজ আব্দুল মোতালিব মতিন, দেশীয় চিকিৎসক সমিতির মহাসচিব হাকীম মো. হাবিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবিরাজ মোস্তফা নওশাদ জাকি, হাকীম শাহ আলম ভূঁইয়া, হাকীম মো. আজিজুর রহমান মোল্লা, হাকীম শাহরিয়ার পলাশ প্রমুখ। এর আগে, বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।