দুর্জয় বাংলাদেশের সম্পাদকের সাথে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সৌজন্য সাক্ষাৎ

0
184

স্টাফ রিপোর্টার: দুর্জয় বাংলাদেশের সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোস্তফা নুরুল আমীন সাথে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মণ্ডলের এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রাথমিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এই সৌজন্য সাক্ষাতে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিস্তারের উপর সরকারের শিক্ষা উন্নয়নের কার্যক্রম আলোচনা করা হয়।

অনুষ্ঠানে দক্ষ মানব সম্পদ উন্নয়নে প্রাথমিক শিক্ষাকে আরো মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে যার যার অবস্থান থেকে তাঁরা নিরলস ভাবে পরিশ্রম করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি বিজ্ঞান মনস্ক, অসাম্প্রদায়িক প্রজন্ম গড়ে তোলার উপর আলাপচারিতায় আলোকপাত করেন তারা।