পলাশবাড়ীতে পালিত হলো জাতীয় সংবিধান দিবস

0
162
Digital Camera

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ  মহান স্বাধীনতার পর জন্ম নেওয়া বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনায় সংবিধান প্রতিষ্ঠার পর সারাদেশের ন্যায় প্রথম জাতীয় সংবিধান দিবস ২০২২ উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা উপজেলা টাউন হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

৪ নভেম্বর শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধূরী বিদ্যুৎ।

এতে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ সভাপতি অধ্যক্ষ সাইফুল্যার রহমান চৌধুরী তোতা,সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আলতাব হোসেন, প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা।

এসময় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধাগণ, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সহ সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। এ আলোচনা সভার সঞ্চালনা করেন ইউ আর সি ইন্সট্রাক্টর সোহেল মিয়া।

সভায় বক্তব্যে, এ দিবসটি প্রথম জাতীয়ভাবে পালিত হওয়ায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও সরকারের সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ ও অভিনন্দন জানান বীরমুক্তিযোদ্ধা,গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক, সরকারি কর্মকর্তা ও কর্মচারিরা সহ সর্বসাধারণ।