গোপালপুরে ইউপি উপ নির্বাচনে নৌকার মাঝি আসাদুজ্জামান সোহেল

0
179

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল ৫,৬৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম একমাত্র প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তাফ আঙ্গুর আনারস প্রতিকে পেয়েছেন ৪,১৮৬ ভোট। বুধবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ার রহমান স্বাক্ষরিত রিটার্নিং অফিসারের ফলাফল সীটে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ ইউনিয়নে ১০টি ভোট কেন্দ্রে ২৬,৩৪৯ ভোটারের মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৯,৮২৩ টি। বাতিলকৃত কোন ভোট নেই। তারমধ্যে নৌকার প্রার্থী ১,৪৫১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য চলতি বছরের ২৫ জুন এ ইউনিয়নের চেয়ারম্যান এম হোসেন আলী বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে ২ নভেম্বর এ ইউনিয়নে উপ-নির্বাচন হয়।