আফগানিস্তানকে বিদায় করে টিকে রইলো শ্রীলংকা

0
118

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানকে বিদায় করে সেমিফাইনালের দৌঁড়ে টিকে রইলো শ্রীলংকা।
আজ সুপার টুয়েলভে গ্রুপ-১এ নিজেদের চতুর্থ ম্যাচে স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা ও ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভার নৈপুন্যে শ্রীলংকা ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। বল হাতে হাসারাঙ্গা ৩ উইকেট ও ব্যাট হাতে ধনাঞ্জয়া অপরাজিত ৬৬ রান করেন।

এই জয়ে ৪ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠলো শ্রীলংকা। ৩ খেলায় ৫ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ৪ খেলায় ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ৩ খেলায় ৩ পয়েন্ট ও ৪ খেলায় ৩ পয়েন্ট আছে আয়ারল্যান্ডের। এই পাঁচ দলেরই সেমিফাইনালে খেলার সুযোগ আছে। ৪ খেলায় ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকায় বিশ^কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে আফগানিস্তানের।
ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে আফগানিস্তান। ব্যাট হাতে পাওয়ার-প্লেতে দলকে ৪২ রানের সূচনা এনে দেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও উসমান ঘানি। সপ্তম ওভারের প্রথম বলেই ২৪ বলে ২৮ রান করে আউট হন গুরবাজ।

উদ্বোধনী জুটির মত মিডল-অর্ডারে বড় জুটি গড়তে পারেনি আফগানিস্তান। পরের তিন উইকেটে যথাক্রমে- ২৫ বলে ২৬, ১২ বলে ২২ ও ২২ বলে ২৩ রান তুলে তারা।

শ্রীলংকার দুই বোলার লাহিরু কুমারা ও হাসারাঙ্গা ডি সিলভার নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের ব্যাটাররাও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়। এতে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

গুরবাজের ইনিংসটি ছিলো দলের পক্ষে সর্বোচ্চ। ঘানির ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান। মিডল-অর্ডারে ইব্রাহিম জাদরান ২২, নাজিবুল্লাহ জাদরান ১৮, গুলবাদিন নাইব ১২ ও অধিনায়ক মোহাম্মদ নবি ১৩ রান করেন।

শ্রীলংকার হাসারাঙ্গা ৪ ওভারে ১৩ রানে ৩ উইকেট নেন। কুমারাও ৪ ওভার বল করে ৩০ রানে নেন ২ উইকেট।
১৪৫ রানের টার্গেটের শুরুটা ভালো হয়নি শ্রীলংকার। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় তারা। ১০ রান করে থামেন পাথুম নিশাঙ্কা শিকার হন স্পিনার মুজিব উর রহমানের।

দ্বিতীয় উইকেটে ৩৫ বলে ৩৪ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন আরেক ওপেনার কুশল মেন্ডিস ও ধনাঞ্জয়া। কুশল ২৭ বলে ২৫ রান করে স্পিনার রশিদ খানের শিকার হন।

৪৬ রানে শ্রীলংকার ২ ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন ধনাঞ্জয়া ও চারিথা আসালাঙ্কা। জুটিতে মাত্র ১৯ রান অবদান রেখে আউট হন আসালঙ্কা। চতুর্থ উইকেটে ভানুকা রাজাপাকসের সাথে ২৭ বলে ঝড়ো গতিতে ৪৩ রান তুলে শ্রীলংকার জয়ের পথ সহজ করেন ধনাঞ্জয়া।

রাজাপাকসে ১৪ বলে ১৮ রান তুলে থামলেও, ৯ বল বাকী থাকতে ৬৬ রানের অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া ধনাঞ্জয়া। ৬টি চার ও ২টি ছক্কায় ৪২ বলের ইনিংসটি সাজান ধনাঞ্জয়া।
আগামী ৫ নভেম্বর গ্রুপে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলংকা। ৪ নভেম্বর গ্রুপে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে আফগানিস্তান।