অল্পের জন্য বেঁচে গেলো মিতালী এক্সপ্রেস ট্রেনের ৮৪ যাত্রী

0
173

হিলি প্রতিনিধিঃ-হিলি সীমান্তের জিরো পয়েন্ট গেইটে রেললাইনের উপর ভারতীয় পাথর বোঝাই ট্রাকের ইঞ্জিন বিকল হয় ,এতে অল্পের জন্য বড় ধরনের দূর্ঘটনার কবল থেকে বেঁচে যায় ভারতের জলপাইগুড়ি থেকে ছেড়ে আসা মিতালী এক্সপ্রেস ট্রেনটি।

আজ রবিবার বিকেল ৫টার দিকে ভারত থেকে পাথর নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্ত ঘেষা রেল লাইনে পার হওয়ার মুহূর্তে বিকল হয়ে পরে ট্রাকের ইঞ্জিন। এসময় মিতালী এক্সপ্রেস ট্রেন সংকেত পাওয়ায় দ্রুত্ব লাল পতাকা নিয়ে ট্রেন থামানোর জন্য দৌড়ে যান স্টেশনের পয়েন্টম্যান, সেখানে বিজিবি’র সহযোগিতায় লাল পতাকা সংকেত ট্রেনটি থেমে যায়।

হিলি রেলওয়ে স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী বলেন, ভারতের জলপাইগুড়ি থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে আসা মিতালী এক্সপ্রেস ট্রেনটি হিলি এলাকায় প্রবেশ করার আগমুহূর্তে লাইনের উপরে বিকল হয় ভারত থেকে আসা পাথর বোঝায় একটি ট্রাক। এসময় লাল পতাকা সংকেত দিয়ে ট্রেনটি থামানো গেলেও প্রায় ১৭ মিনিট পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। এতে অল্পের জন্য বেঁচে যায় ট্রেনে থাকা ৮৪ জন যাত্রী।