ভোলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত লোকমান পারুলের খোঁজ রাখেনি কেউ!

0
156

ইয়ামিন হোসেন, ভোলা: সদ্য ঘটে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত পূর্ব ইলিশা ৫নং ওয়ার্ডের বিধবা পারুল বেগম ও দিনমজুর লোকমান হোসেন এর খোঁজ রাখেনি কেউ। ঝড়ে গাছ পড়ে বসতঘর বিধ্বস্ত হওয়া পারুল ও লোকমানের পরিবার অন্যের ঘরে মানবেতর জীবনযাপন করছেন।

সরজমিন পূর্ব ইলিশা ৫নং ওয়ার্ডে গিয়ে দেখা যায় এক সন্তানের জননী পারুল বেগম, ছেলে রাজু ঢাকায় রিস্কাচালক, স্বামী হারানো পারুল ছোট্ট একটি ঘরে বসবাস করতেন ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে উড়ে যায় ঘরের চাল, মাটিতে লুটিয়ে পড়ে ঘর। কোন রকম জীবন রক্ষা হয় বিধবা পারুলের।

অন্যদিকে পারুলের সামনের ঘর তার ভাই লোকমানের, পেশায় দিনমজুর লোকমানের ঘরের উপর বিশাল একটি গাছ পড়ে বিধ্বস্ত হয় পুরো ঘর। সেই থেকে দুই ভাই বোনের পরিবার প্রতিবেশীদের ঘরে বসবাস করছেন। টাকার অভাবে মেরামত করতে পারছে না তারা।

পারুল ও লোকমান বলেন ঘূর্ণিঝড়ে এত ক্ষতিগ্রস্ত হলাম আমরা স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের কেউ আমাদের খোঁজ নেইনি। বসতঘর মেরামতের জন্য সরকারী বেসরকারী সহযোগিতা কামনা করছে পারুল ও লোকমানের পরিবার।