রংপুরে পরিবহন ধর্মঘট চলছে, ভোগান্তিতে যাত্রীরা

0
232

রংপুরে বিএনপির গণসমাবেশ আগামীকাল শনিবার। খুলনার মতো এই জেলাতেও একদিন আগে শুক্রবার সকাল থেকে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবি ও রংপুর-কুড়িগ্রাম সড়কে প্রশাসনিক হয়রানির প্রতিবাদে রংপুরে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মোটর মালিক সমিতি।

শুক্রবার ভোর ছয়টা থেকে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাস, মিনিবাস, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। হঠাৎ ডাকা এই ধর্মঘটে বিপাকে পড়েছেন যাত্রীরা। রংপুর নগরীর কামারপাড়ার ঢাকা কোচ স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাসের টিকিট কাউন্টারগুলো বন্ধ। স্ট্যান্ডে সব ঢাকাগামী বাস সারি সারি দাঁড়িয়ে আছে।

একজন বাস চালক বলেন, ‘বিএনপি মহাসমাবেশ ডেকেছে, সরকারি দলও পাল্টা কর্মসূচি দিতে পারে। ফলে বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছে বাস মালিকরা। সে কারণে বাস বন্ধ রয়েছে।’

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালেও একই দৃশ্য। সকাল থেকে কোনও বাস টার্মিনাল ছেড়ে যায়। শতাধিক রুটের সব বাস বন্ধ রয়েছে।

২৯ অক্টোবর রংপুরে বিএনপির গণসমাবেশকে ঘিরেই মোটর মালিক সমিতি এই ধর্মঘটের ডাক দিয়েছে বলে দাবি করেছেন দলটির নেতারা।

এর আগে খুলনাতেও বিএনপির সমাবেশের একদিন আগে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।

বিএনপির সমাবেশের আগের দিন থেকে ধর্মঘট ডাকার বিষয়ে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক বলেন, ‘আমাদের ধর্মঘট নিয়ে বিএনপির মহাসমাবেশের সঙ্গে কোনও সম্পর্ক নেই। বুধবার রাতে সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।’