চিতলমারীতে নানা আয়োজনের মধ্যদিয়ে শেখ রাসেলের জন্মদিন পালিত

0
144

সাগর মন্ডল, চিতলমারী ( বাগেরহাট) প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনেজাকজমক ও উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৯তম জম্মদিন পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ রাসেলের প্রকিৃতিতে পূস্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষে উপজেলা আ’লীগ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ, বীর মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।

এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যলয় থেকে একটি বর্ণঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহীদ মিনারের সামনে দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়ে উপজেলা অডিটরিয়মে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার ( ভূমি) বেদ বতী মিস্ত্রী, ডাঃ এম,আর ফরাজি, ভাইস চেয়ারম্যান মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা স্বপনা, উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক, সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শেখ, সহকারী প্রোগ্রামার আসাদুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শহিদুল ইসলাম লিটন প্রমুখ।