বাগেরহাটে ইঁদুর নিধন অভিযান শুরু

0
290

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ ‘বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ টন, খাদ্য ঘাচতি রুখতে দরকার ইঁদুর নিধন- এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশিক্ষন অফিসার মো: মোতাহার হোসেন, ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা নছরুল মিল্লাত, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা প্রমুখ। বক্তারা বলেন, ইঁদুর লাখ লাখ টন ফসল নষ্ট করছে। তাই সবাই মিলে ইঁদুর নিধন করা উচিত।