ঘাটাইলে শিশুদের করোনার টিকা প্রদান শুরু

0
332

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদান শুরু হয়েছে।

আজ বুধবার শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালি’র শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানের মাধ্যমে উপজেলা পর্যায়ে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনিয়া চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুর রহমান খান, উপজেলা সহকারী প্রকৌশলী রোশান আহমেদ, পরিসংখ্যান অফিসার মো. মনিরুজ্জামান খান উইজডম ভ্যালি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন, প্রতিষ্ঠানের সভাপতি কাজী রেজাউল হক, ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

স্কুলের ক্ষুদে ডাক্তারা টিকা প্রদান কার্যক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাগণকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। এ সময় প্রতিষ্ঠানটির প্রায় ৬শ শিক্ষার্থীকে করোনা টিকা প্রদান করা হয়।