গাইবান্ধায় গাছে সুতায় আটকা পড়া চিল উদ্ধার

0
106

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ মুক্তি মিলেছে গাছের চূঁড়ায় সুতায় আটকে ঝুলে থাকা অসহায় চিলটির। সোমবার (১০ অক্টোবর) দুপুরে গাইবান্ধা শহরতলীর ১নং রেল গেট এলাকায় একটি রেইনট্রি গাছ থেকে চিলটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় সুতোয় আটকে ঝুলে ছিল পাখিটি। সকাল ১০ টার দিকে টিটু নামের স্থানীয় এক মোটর মেকানিকের চোখে পড়ে বিষয়টি। গাছের চুঁড়ায় সুতায় আটকাপড়া চিলটি মুক্তির জন্য ডানা ঝাপটাচ্ছিল। এলাকার অনেকে দীর্ঘক্ষণ এ দৃশ্য দেখলেও অনেক উঁচু ডালে হওয়ায় ইচ্ছা থাকলেও তারা সহযোগিতা করতে পারছিলেন না চিলটিকে। তাদের মধ্যে হেদায়েতুল ইসলাম নামে এক যুবক পরে ফায়ার সার্ভিসকে ফোন দেন চিলটি উদ্ধারের জন্য। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা এসে চিলটিকে উদ্ধার করেন।

উদ্ধারকারী দলের টিম লিডার আবু মোতালিব বলেন, চিলটি গাছের ডালে সুতোয় আটকা পড়েছিল। আমরা মই নিয়ে গাছে উঠে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর সুতো কেটে চিলটিকে সুস্থভাবে নিচে নামিয়ে আনতে সক্ষম হই। উদ্ধারের পর চিলটি ওড়ার চেষ্টা করলেও অসুস্থতার কারণে খুব বেশি উড়তে পারছিল না। সে কারণে চিলটিকে জেলা প্রাণীসম্পদ বিভাগের হেফাজতে দেওয়া হয়।

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মাসুদার রহমান বলেন, চিলটি দীর্ঘক্ষণ ডালে ঝুলে থাকায় অসুস্থ হয়ে পড়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে চিলটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।