মা ইলিশ সংরক্ষণে গোপালপুরে অভিযান: ৫০টি জাল ধ্বংস

0
261

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে মা ইলিশ সংরক্ষণের যমুনা নদী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। ৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর ২০২২ খ্রিঃ (২২ আশ্বিন হতে ১২ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ) পর্যন্ত মোট ২২ (বাইশ) দিন ইলিশের ডিম ছাড়ার প্রধান মৌসুমে ইলিশ মাছ ধরা বন্ধ রাখার লক্ষ্যে সচেতনামূল প্রচারণা ও অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হয়েছে।

শুক্রবার বিকেলে গোপালপুর উপজেলা যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫০ জাল আগুন দিয়ে পুড়ে ধ্বংস করা হয়।

এ সময় অভিযান পরিচালনা করেন ইউ এন ও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ মল্লিক, গোপালপুর থানার ওসি মোঃ মোশারফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ডা. সুদীপ ভট্টাচার্য, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদী, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ।