মানিকগঞ্জে এলজিইডি’র উদ্যোগে জাতীয় শুদ্ধাচার সভা অনুষ্ঠিত

0
142

মোহাম্মদ জহিরুল ইসলাম,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : মঙ্গলবার সকাল ১০টায়, মানিকগঞ্জে এলজিইডি’র উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে ত্রৈমাসিক অংশীজন সভা (২য় কোয়ার্টার) অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মানিকগঞ্জের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, উন্নয়ন সহযোগী (ঠিকাদার) ও সাংবাদিকদের নিয়ে এ শুদ্ধাচার সভা অনুষ্ঠিত হয়।

এলজিইডি মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুল হকের সভাপতিত্বে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জাতীয় সুদ্ধাচার কৌশল ও কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূইয়া, সহকারী প্রকৌশলী মো. ইমরুল হাসান ও মো. শাকিল রোখসাইন, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম, আলোকিত বাংলাদেশের মানিকগঞ্জ প্রতিনিধি দেওয়ান আবুল বাশার, ভোরের কাগজের মানিকগঞ্জ প্রতিনিধি তজুমুদ্দিন, দি ট্রাইবুন্যালের মানিকগঞ্জ প্রতিনিধি ওয়াহিদুজ্জামান সেন্টু, দৈনিক বাংলাদেশ সমাচার ও দৈনিক ডেল্টা টাইমস প্রত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ জহিরুল ইসলাম, দৈনিক টেলিগ্রামের সম্পাদক শহিদুল ইসলাম সুজন, গ্লোবাল টেলিভিশনের শাহিদুজ্জামান শাহীদ, মাইটিভির আজিজুল হাকিম, প্রবীণ ঠিকাদার সুশিল সাহা ও আকরাম হোসেন সহ অনেক নবীন ও প্রবীণ ঠিকাদার উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে এলজিইডি মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুল হক বলেন, সরকার ঘোষিত ‘ভিষন ২০৪১’ বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার ধারাবাহিকতায় জাতীয় সুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে তিন মাস পরপর অংশীজন সভা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, ভিষণ ২০৪১ বাস্তবায়ন করতে হলে সকল অনিয়ম ঝেড়ে ফেলে সুদ্ধ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে।