এডাস্টে ‘রিসার্চ মেথডোলজি’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

0
134

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এর উদ্যোগে ‘রিসার্চ মেথডোলজি’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির মাননীয় চেয়ারম্যান জনাব লিয়াকত সিকদার ও সম্মাননীয় অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম।

কীনোট স্পিকার হিসেবে মূলবান বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টের সদস্য প্রফেসর ড. এম শাহীন খান ও শের-বাংলা মেডিকেল কলেজ বরিশাল এর প্রফেসর ড. মো. আব্দুর রহিম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ও এসোসিয়েট প্রফেসর ড. ইসরাত জাহান। ওয়ার্কশপে শতাধিক ডাক্তার ও নার্স অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়।