২৪ ঘণ্টায় করোনায় আরও ১জনের মৃত্যু, শনাক্ত ৭০৮

0
119
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনাভাইরাসে ৭০৮ জন আক্রান্ত হয়েছেন এবং পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার করোনায় ২ জনের মৃত্যু হয়। এই সময়ে করোনাভাইরাসে ৬৭৯ জন আক্রান্ত হন। এতে গতদিনের তুলনায় করোনা শনাক্ত বেড়েছে।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ২৫ হাজার ১৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২৯ হাজার ৩৬৩ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।