খুলনায় পলিথিন জব্দ ও জরিমানা করলো পরিবেশ অধিদপ্তর

0
231

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খুলনা মগানগরীর সন্ধ্যা বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তীঁর নেতৃত্বে নগরীর সন্ধ্যা বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লংঘন করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে সন্ধ্যা বাজারের একটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে আনুমানিক ত্রিশ কেজির মতো নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ, পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান। মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।