কাকরাইলে লাজফার্মায় বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ

0
77

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর কাকরাইলে ওষুধ বিপণিবিতান লাজফার্মায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ ও ইনজেকশন জব্দ করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) এর ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে র‌্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। অভিযানকালে র‌্যাব-৩ এর অন্যান্য কর্মকর্তারা সাথে ছিলেন।

আজ সোমবার বিকেলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু গনমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাগেজ পার্টির মাধ্যমে অননুমোদিত ও আমদানি নিষিদ্ধ ওষুধ-ইনজেকশন দেশে নিয়ে আসে লাজফার্মা।
তিনি বলেন, কাকরাইলের লাজফার্মায় বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ ও ইনজেকশন মজুদ করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসব ওষুধের রাজস্ব পরিশোধ অথবা বৈধ কোনো কাগজ প্রতিষ্ঠানটি এখনও দেখাতে পারেনি।

র‌্যাব-৩ এর ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু আরও জানান.অধিকাংশ ওষুধই লাগেজ পার্টির মাধ্যমে আমদানি করেছে প্রতিষ্ঠানটি। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে বলে প্রাথমিকভাবে আমরা মনে করছি।এরিপোর্ট লেখা পর্যন্ত র‌্যাব-৩ এর অভিযান অব্যাহত ছিল।

এদিকে, র‌্যাবের আইনও গনমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি সুজয় সরকার গনমাধ্যমকে বিষয়টি স্বীকার করে বলেন, অভিযান এখনও চলমান রয়েছে। অভিযান শেষ হলে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।