সুন্দরগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

0
269

এম এ মাসুদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে সুন্দরগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির আয়োজনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম।

সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মো. শাহীন প্রামাণিক, আলোর দিগন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এমএ মাসুদ, কোষাধ্যক্ষ সুদীপ্ত শামীম, শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উপজেলা সমন্বয়ক মো. মাসুদ মিয়া প্রমূখ। এতে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতনিধিসহ সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তাগণ বলেন, ‘যে দেশে যত বেশি তথ্যের অবাধ প্রকাশ নিশ্চিত করা যায়, সেই দেশে তত বেশি মানবাধিকার সুরক্ষা, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব হয়। তথ্য অধিকার আইনের মাধ্যমে নাগরিকদের তথ্য পাওয়ার অধিকারের তাত্ত্বিক স্বীকৃতি অর্জিত হলেও আইনটির মূল চেতনা আন্তরিক উপলব্ধিতে আসেনি। সে কারণেই তথ্য অধিকার আইন বাস্তব ক্ষেত্রে সব নাগরিকের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে পারছে না।’