তাইওয়ানের বিচ্ছিন্নতার প্রতি সমর্থন সহ্য করবে না বেইজিং: ওয়াং ই

0
112

চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানের কথিত স্বাধীনতার প্রতি যেকোনো বিদেশি সমর্থনকে কঠিন হাতে মোকাবিলার করার ঘোষণা দিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে এ প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, আমরা অবশ্যই দৃঢ় সংকল্প নিয়ে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের মোকাবিলা করব এবং বহিঃশক্তির হস্তক্ষেপের বিরোধিতা করার জন্য সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ নেব। চীনের সঙ্গে তাইওয়ানের পুনর্মিলনকে বাধাগ্রস্ত করার যে কোনো পদক্ষেপ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে বাধ্য।

তাইওয়ানের ওপর চীনের সার্বভৌম ক্ষমতা রয়েছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক-চীন নীতিতে বিশ্বের সব দেশ এই সার্বভৌমত্বকে মেনেও নিয়েছে। এর মাধ্যমে দেশগুলো তাইওয়ানের বিচ্ছিন্নতাকামী সরকারের সঙ্গে কোনোরকম সম্পর্ক রাখবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। এসব দেশের দলে আমেরিকা থাকলেও দেশটি এক-চীন নীতি ‘মেনে চলার’ একইসময়ে তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বাজয় রেখেছে। -পার্সটুডে