গোপালপুরে ভ্রাম্যমান আদালতে নিষিদ্ধ জালে আগুন

0
261

মো.নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে মাছ ধরার দুই শতাধিক নিষিদ্ধ চায়না জাল আগুনে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক এ অভিযান পরিচালনা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন বিলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছ ধরার দুই শতাধিক নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, সাংবাদিক ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনা কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক জানান, এর আগেও উপজেলার বিভিন্ন এলাকার নদী, খাল ও বিলে বেশ কয়েকদফা অভিযান চালিয়ে কয়েকশত জাল ভস্মীভূত করা হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। অভিযুক্ত এলাকায় নিয়মিত অভিযান চালানো হবে।