বঙ্গোপসাগর উত্তাল, ৩ নম্বর সতর্ক সংকেত

0
113

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এ কারণে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ২৪ ঘণ্টা উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে। এ ছাড়া বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে সাগর উত্তাল থাকায় মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে সহস্রাধিক মাছধরা ট্রলার।

তিনি আরও জানান, চলমান লঘুচাপের প্রভাবে উপকূলের আকাশ ঘন মেঘে আচ্ছাদিত রয়েছে। গত সোমবার থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত আছে।