কেএমপি’র অভিযানে ইয়াবা , ফেন্সিডিল এবং গাঁজাসহ গ্রেফতার ৭

0
126

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ রানা বয়াতী(২৫), পিতা-মৃত: মোতাহার বয়াতী, সাং-চিতলিয়া গাঙ্গেরআগা, থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর, এ/পি সাং-শের এ বাংলা রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ দেলোয়ার সরকার(২৫), পিতা-মোঃ নিজাম উদ্দিন ওরফে স্বপন সরকার, সাং-গল্লামারী ইসলামনগর, থানা-হরিণটানা; ৩) মোঃ মামুন শেখ(৩০), পিতা-মোঃ রফিক শেখ, সাং-গল্লামারী ইসলামনগর, থানা-হরিণটানা, এ/পি সাং-দারোগার ভিটা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা; ৪) মোঃ বিল্লাল শেখ(৩৫), পিতা-মোঃ আনোয়ার শেখ, সাং-উত্তর কাশিপুর তেতুলতলা মোড়, থানা-খালিশপুর; ৫) মোঃ আল ইমরান সাদিক রাজু(২৫), পিতা-মোঃ মজিবর রহমান, সাং-নওয়াবেকী মোল্লাপাড়া, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-কবির বটতলা, থানা-দৌলতপুর; ৬) নুরুল ইসলাম তপু(২২), পিতা-মৃত: তোফাজ্জেল হোসেন, সাং-রেলওয়ে গার্ড কলোনী, থানা-খুলনা, এ/পি সাং-হোল্ডিং নং-৪০ সাউথ সেন্ট্রাল রোড, থানা-খুলনা এবং ৭) মোঃ আব্দুল হাই(৪২), পিতা-আঃ কুদ্দুস হাওলাদার, সাং-চক মথুরাবাদ, থানা-হরিণটানা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৮ বোতল ফেন্সিডিল এবং ৩৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর শনিবার কেএমপি’র মিডিয়া সেল সূত্রে উপরোল্লিখিত তথ্য জানা যায় ।