শেরপুরে যাত্রীবাহী বাসে আগুন, প্রাণে বাঁচলো অর্ধশত যাত্রী

0
166

উত্তম সরকার, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে একটি যাত্রীবাহী বাসে চলন্ত অবস্থায় আগুন পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ১৬ সেপ্টেম্বর শুক্রবার রাত আনুমানিক ২ টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুরের ছোনকা এলাকার মজুমদার নামক স্থানে ঘটে। এ ঘটনায় আহসান পরিবহনের যাত্রীবাহী বাসটি পুড়ে গেলেও সৌভাগ্য ক্রমে বেঁচে যায় অর্ধশতাধিক যাত্রী।

এ বিষয়টি নিশ্চিত করেছেন, শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার নাদির হোসেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায় ১৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে কুড়িগ্রাম থেকে আহসান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্য রওনা দেয়। রাত আনুমানিক ২ টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুরের ছোনকা এলাকার মজুমদার নামক স্থানে পৌঁছলে চলন্ত গাড়িতে আকস্মিক আগুন ধরে যায়। আগুন ধরার ঘটনায় যাত্রীরা দ্রæত বাস থেকে নেমে পড়ায় বেচে যায় অর্ধশতাধিক যাত্রীর প্রাণ।

এদিকে বাসে আগুন লাগার ঘটনায় চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে এসে উদ্ধার কাজে অংশগ্রহণ করে। এরপর খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা এসে দ্রæত আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ প্রসঙ্গে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার ও ওয়্যার হাউজ কর্মকর্তা মো. নাদির হোসেন বলেন, ওই যাত্রীবাহী বাসে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ সক্ষম হই। তবে সম্ভবত যান্ত্রিক ত্রæটির কারণে আগুন লাগার ঘটনাটি ঘটতে পারে বলে দাবী করে ওই কর্মকর্তা।