নীলফামারীতে নতুন আরো ৫ জন করোনায় পজেটিভ

0
80

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলায় নতুন করে নিত জন নারীসহ আরো ৫ জন করোনায় পজেটিভ হয়েছে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা প্রায় ৭ টায় নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রিপোর্ট হতে এ তথ্য পাওয়া গেছে।

নতুন করে করোনা পজেটিভদের মধ্যে- নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বড় সংগলশী বচাপাড়া গ্রামের ৩৫ বছরের একজন, ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামের ৫৯ বছরের এক নারী, সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের নিজপাড়ায় ২৫ বছরের এক নারী, একই উপজেলার কাজিপাড়া এলাকাড় ২৬ বছরের এক নারী এবং সৈয়দপুর শহরের গোলাহাট রেলকলোনী এলাকার ৫২ বছরের একজন।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে, এ পর্যন্ত নীলফামারী জেলায় সর্বমোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮৩ জন। নীলফামারী সদরে ১৯৫ জন, জলঢাকা উপজেলায় ৮৩ জন, সৈয়দপুর উপজেলায় ৭১ জন, ডোমার উপজেলায় ৪৪ এবং কিশোরগঞ্জ উপজেলায় ৩৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন ৩৩৮ জন। ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন রয়েছে ১৩ জন। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন ১২৪ জন। জেলায় এখন পর্যন্ত ১ নারী সহ মৃত্যু বরণ করেছেন ৮ জন।