পরিবেশ সুরক্ষায় শিল্প উদ্যােক্তাদের ভূমিকা” শীর্ষক কর্মশালা

0
283

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ“পরিবেশ সুরক্ষায় শিল্প উদ্যােক্তাদের ভূমিকা” শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। বুধবার (১৪ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে রূপসা উপজেলার ডকইয়ার্ড মালিকগণের সাথে এ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোঃ ইকবাল হোসেন। পরিবেশ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মতবিনিময় সভায় পরিচালক প্রেজেন্টেশনের মাধ্যমে ডকইয়ার্ডের অনুকূলে পরিবেশের ছাড়পত্র গ্রহণ প্রক্রিয়া, পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরিবেশ সুরক্ষায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তাগণের সাথে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

এ সময় ডক-ইয়ার্ডে নানা সংকট ও ছাড়পত্র নিতে প্রতিবন্ধকতার কথা জানান ডকইয়ার্ড মালিকরা।