তিস্তায় ধরা পড়ল ৯২ কেজির বাগাইর মাছ!

0
417

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীতে জেলেদের বড়শিতে ধরা পড়ল ৯২ কেজি ওজনের বাগাইর মাছ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার পাগলপাড়া গোরিং এলাকার তিস্তা নদীতে ভোরের দিকে কয়েকজন জেলে তিস্তা নদীতে মাছ ধরতে যায়। এসময় জালাল উদ্দিন নামের এক জেলের বড়শিতে মাছটি ধরা পরে।

জেলে জালার উদ্দিন বলেন, “সকালে আমরা কয়েকজন বড়শি দিয়ে মাছ শিকার করছিলাম। কয়েকবার বরশি টেনে মাছ ধরতে না পেয়ে হতাশ হয়ে পরি। পুনরায় বরশি টানা শুরু করলে তার কিছুক্ষণ পরেই এই বাগাড় মাছটি আমার বড়শিতে ধরা পরে। আসলে শেষ ভালো যার সব ভালো তার। বড় মাছটি টানতে গিয়ে অনেকে আমায় সহযোগিতা করেছেন।”

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি উপজেলার ডালিয়া ২নং বাজারে নেওয়া হয়। ওই সময় মাছটি দেখতে লোকজন প্রচুর ভিড় জমায়। মাছটির ওজন হয় ৯২ কেজি। যার বাজার মূল্যে ১লখ ১০ হাজার টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী কেলাসু।

মাছ ব্যবসায়ী কেলাসু বলেন, “এর আগে মনেহয় না এতো বড় মাছ তিস্তায় ধরা পরেছে। মাছটি ১৪০০ থেকে ১৫০০ টাকায় কেজি হিসেবে নীলফামারী জেলা সদরের বড় বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।”