মাগুরায় পুলিশ লাইনে দাবা প্রতিযোগিতার উদ্বোধনী ও কর্মশালা অনুষ্ঠিত

0
275

মতিন রহমান, মাগুরা:বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত স্কুল ভিত্তিক জাতীয় দলগত দাবা প্রতিযোগিতা “মার্কস একটিভ স্কুল চেস চ্যাম্পস-২০২২” মাগুরা জেলা ইভেন্ট এর উদ্বোধনী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাগুরা পুলিশ লাইন্স ড্রিলশেডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় জেলার মোট ২২টি স্কুল থেকে ১৫০ এর অধিক প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল হাসান, মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ নাজিম উদ্দিন আল আজাদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন, জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস সহ জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশ দাবা ফেডারেশন থেকে আগত অতিথিবৃন্দ। এছাড়া স্থানীয় দাবার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।