খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সম্মেলন আগামীকাল

0
164

এস.এম.মনির হোসেন জীবন-“চাঁদের মতো মুখ গুলোকে বাঁচাও কালো আঁধার থেকে” এই শ্লোগানকে সামনে রেখে আগামীকাল শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) ২০২২, সকালে রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর জাতীয় আরকাইভস ও গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর উত্তর খেলাঘরের সম্মেলন ২০২২।

দিনব্যাপী অনুষ্ঠানটি সকাল ৯ টায় উদ্বোধন করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন প্রফেসর মাহফুজা খানম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলী শিকদার, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য ডাক্তার লেলিন চৌধুরী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী, লাইফ টেকনোলজিস লিমিটেড ডিরেক্টর ইয়াসির আরাফাত। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপ্রধান হিসেবে থাকবেন, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান শিল্পী আফসানা মিমি। এছাড়া খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ফয়সাল প্রমুখ।

অ্যাডভোকেট মোঃ আরিফুর রহমান বলেন, শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বিজ্ঞান ও মানবিক বোধসম্পন্ন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার অগ্রযাত্রার ৭০ বছর পূর্ণ করেছে খেলাঘর। নতুন প্রজন্মের শিশুদের অধিকার প্রতিষ্টার সংগ্রামে অগ্রসেনা হয়ে কাজ করছে খেলাঘর ঢাকা মহানগর উত্তর।