অধ্যাক্ষের সাথে দুদকের অসৌজন্য আচরনের বিরুদ্ধে খুলনায় বিক্ষোভ সমাবেশ

0
154

মেহেদী হাসান,নিজস্ব প্রতিনিধিঃ বরিশাল মেডিকেল কলেজে দুদকের অযাচিত হস্তক্ষেপ এবং অধ্যাক্ষের সাথে অসৌজন্য মূলক আচরনের বিরুদ্ধে বিএমএ খুলনা জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। গত ০৬ সেপ্টেম্বর দুদক কর্মকর্তারা বরিশাল মেডিকেল কলেজে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা বিভিন্ন বিষয়ে বরিশাল মেডিকেল কলেজে অযাচিত হস্তক্ষেপ এবং অধ্যাক্ষের সাথে অসৌজন্য মূলক আচরন করেন।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) খুলনা বিএমএ এর আহবানে নগরীর সাতরাস্তা মোড়ে শহীদ ডা. মিলন চত্তরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা বিএমএর সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলমের সভাপতিত্বে খুলনা বিএমএ’র প্রচার ও জন-সংযোগ সম্পাদক ডা. সুমন রায়ের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের খুলনা শাখার সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ, যুগ্ম সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনা শাখার সভাপতি ডা. সামছুল আহসান মাসুম, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. নিয়াজ মোস্তাফি চৌধূরী, কেন্দ্রীয় কাউন্সিল মেম্বার ডা. এস এম তুষার আলম, বিপিএমপিএ ও বিপিএইচসিডিওএ খুলনা জেলা ও বিভাগীয় কমিটির সাধারণ
সম্পাদক ডা. মোঃ সওকাত আলী লস্কর, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনা শাখার নেতা ডা. দিদারুল আলম শাহীন, ডা. জিল্লুর রহমান তরুন, ডা. সুদীপ পাল, ডা. ফিরোজ হাসান, ডা. গৌতম রায় প্রমূখ।