শ্রীনগরে আশিক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

0
284

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নে অবস্থিত রুসদী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-১৯৯৫’র আয়োজনে “আশিক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২২” ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে রুসদী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। আন্তঃশ্রেণি ফুটবল ফাইনাল খেলায় নবম শ্রেণির টীম চ্যাম্পিয়ন হয়।

রুসদী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আজিজুল হক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তন্তর ইউপি চেয়ারম্যান মো. আলী আকবর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধ সাবেক শিক্ষক আব্দুল বারেক শেখ, সাবেক ইউপি সদস্য রশিদ শেখ, মোকশেদ শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মো. হান্নান শেখ, রুসদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান শেখ, অভিভাবক সদস্য আব্দুল মঈম কমল, ফরহাদ হোসেন পেল্টু, মাহবুবুর রহমান হারুন শেখ, মো. সেজাল, দাতা সদস্য আব্দুল কুদ্দুস শেখ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আরমিন আক্তার, স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, শিক্ষক আলী আহমেদ, প্রাক্তন ছাত্র মিনহাজ উদ্দিন নাসির, হাফিজুর রহমান, সুষিল বাড়ৈসহ প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ। খেলা পরিচালনা করেন বিদ্যালায়ের ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম।

উল্লেখ্য, গত ২১ আগস্ট ২০২২ খ্রী: (রোববার) সন্ধ্যার দিকে রুসদী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে খেলার সময় ফুটবল খুঁজতে উদীয়মান ফুটবল খেলোয়ার ও দশম শ্রেণির ছাত্র মো. আশিক বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায়। আশিক রুসদী গ্রামের আমির হোসেনের পুত্র। আশিক স্মরণে বিদ্যালয়ের এসএসসি-১৯৯৫ ব্যাচের ছাত্র-ছাত্রীরা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন।