শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ আহত ২

0
166

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ ২ জন আহত হয়েছে। শুক্রবার ভোর সকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা বাইকের আহত চালক নাঈম (১৮) ও আরোহী নাফিজকে (২১) ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।

স্থানীয়রা জানায়, ঢাকাগামী মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো ল- ৪২৩৩১৭) নিয়ন্ত্রণ হারিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন সত্যতা স্বীকার করে বলেন, আহত নাঈম ও নাফিজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা গাজীপুর এলাকার বাসিন্দা।