বাগেরহাটে ৮ বছর পরে দখলমুক্ত হলো শুভদিয়া কাটাখালী খাল

0
133

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের মালুর কাটাখালী খালের অবৈধ নেট-পাটা অপসারণ করা সহ ভেড়িবাধ কেটে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এ খালের মধ্যে থাকা নেট-পাটা ও অবৈধ বাঁধ অপসারণের নির্দেশ দেন।

শ্রমিকরা খালের মধ্যে থাকা সব নেট-পাটা ও অবৈধ বাঁধ অপসারণ করেন। দীর্ঘ ৮ বছর পরে এলাকার গুরুত্বপূর্ণ এ খাল দখলমুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় ইমদাদ হোসেন বলেন, মনের মধ্যে একটা চাপা কষ্ট ছিল আমাদের।

সরকারি খাল হওয়ার পরেও আমরা এই খালে কখনও নামতে পারতাম না, মাছ ধরতে পারতাম না। খাল দিয়ে এলাকার পানিও নামতে পারত না।

প্রশাসনের পক্ষ থেকে খাল কাটায় এলাকার সবাই অনেক খুশি হয়েছে। সবাই মিলে খালে এখন মাছ ধরছে। হাবিবুর রহমান শিকদার নামের এক বৃদ্ধ বলেন, এই খাল মুক্ত হওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। উপজেলা প্রশাসনের কারণে অবমুক্ত হয়েছে, আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন বলেন, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত ও জলাবদ্ধতা নিরসনে ফকিরহাট উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান বলেন আমরা খাল দখল মুক্ত করতে অভিযান অব্যাহত রেখেছি।