ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে হবে : কেসিসি মেয়র

0
203

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক বলেছেন, বিশ্বাসঘাতকেরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কে কুক্ষিগত করতে চেয়েছিল ৷ স্বাধীন বাংলাদেশের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলতে চেয়েছিল। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকেও হত্যার নীল নকশা তৈরী করে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস নিশ্চিহ্ন করতে চেয়েছিল। আজও সেই সম্প্রদায়ীক অপশক্তি রাজাকার আলবদরের সেই দোসরা এখনো সক্রিয়।

সোমবার সকালে রামপালের ভাগা বাজার বণিক সমিতি ও ভাগা বাজার কাকড়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ৷
তিনি বলেন, এই সাম্প্রদায়িক অপশক্তি আজও ষড়যন্ত্র করছে। ২১ আগস্ট তারা গ্রেনেড হামলা চালিয়েছে ৷ কোটালিপাড়ায় বোমা পুতে রেখে হত্যার ষড়যন্ত্র করছে। তারা যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে ৷

উপজেলার ভাগা বাজার চৌরাস্তার মোড়ে ভাগা বাজার বণিক সমিতির সভাপতি হাজী আ. হান্নানের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন দুলালের সঞ্চালনায় বক্তৃতা করেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোল্লা আ. রউফ, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য অসিত বরণ বিশ্বাস, খুলনা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, রামপাল উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ মোতাহার রহমান, রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু, যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার গোলদার, বাইনতলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফকির আব্দুল্লাহ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরাফাত হোসেন কচি, যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, মহিলা আওয়ামী লীগের সভাপতি সায়েরা বেগম, ছাত্র লীগের সভাপতি মো. হাফিজুর রহমান সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷