আরও ১৮০ ডেঙ্গু রোগী হাসপাতালে

0
218

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ১৪৩ জন এবং ঢাকার বাইরে ৪৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫২৬ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের।

উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৮ হাজার ২৬৫ জন। মারা যান ১০৫ জন।