পরিবর্তন এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সময়সূচিতে

0
248

কুবি প্রতিনিধি: একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন এনেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। নতুন সময়সূচিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকল কার্যক্রম চলবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) একাডেমিক কাউন্সিলের ৭৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত আগামী ২৮ তারিখ (রোববার) থেকে কার্যকর হবে।’

একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের এই সময়সূচির পরিবর্তনের সাথে পাল্টাচ্ছে পরিবহণ বাস চলাচলের সময়ও । এ বিষয়ে পরিবহণ পুলের সেকশন অফিসার মো. জাহিদুল আলম বলেন, যেহেতু একাডেমিক সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে সেহেতু আমরাও পরিবহনের সময় এক ঘণ্টা এগিয়ে নিয়ে আসব। তবে রাতের বাসের সময়সূচি শিক্ষার্থীদের সুবিধামত নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত, এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সকাল নয়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলতো।