নওগাঁয় শিশু সন্তানকে বাঁচাতে অসহায় বাবার আর্তনাদ

0
206

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ একমাত্র শিশু সন্তানকে বাঁচাতে নওগাঁয় অসহায় এক বাবার আর্তনাদ। সন্তানের চিকিৎসা “ঔষুধ” কিনতে বাবা বিক্রি করলেন হাতের মুঠোফোন। ঔষুধ সেবনের পরও সুস্থ না হওয়ায় ধার-দেনা ও স্থানিয়দের সহযোগীতায় অবশেষে চিকিৎসার জন্য বৃহস্পতিবার দিনগত রাতে একমাত্র শিশু সন্তানকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন অসহায় বাবা।

অসুস্থ শিশু মোঃ আল মাহী হোসেন। তার বয়স মাত্র ৬ বছর। অসুস্থ শিশু আল মাহী হোসেন হলেন, নওগাঁর সাপাহার উপজেলা সদরের “মহজিদপড়া” সরকারের দেওয়া আশ্রয়ন আবাসনে বসবাসকারী রকি হোসেন এর একমাত্র সন্তান। শিশুটি’র বাবা রকি হোসেন সাপাহার শহরে “পানের দোকান” করে কোন রকমে সংসার চালানোর পাশাপাশি তার একমাত্র সন্তান আল মাহী হোসেন “জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী” এর চিকিৎসা ও চালিয়ে আসছিলেন। সপ্ন দেখছিলেন, চিকিৎসার মাধ্যমে একমাত্র সন্তানকে সুস্থ করার। সেই সপ্ন হঠাৎ করেই যেন নিভে গেলো কারন, চিকিৎসাকালে শিশু আল মাহী হোসেন এর “বাম কিডনি” তে সমস্যা ধরা পড়ে। এমন অবস্থায় পানের দোকানি বাবা ও মা খেয়ে না খেয়ে থেকে দোকানের যে সামান্য আয় সেটা দিয়েই সন্তানের চিকিৎসা “ঔষুধ” ক্রয় করেন। এমনকি বাবা তার সন্তানকে সুস্থ করতে হাতে থাকা একমাত্র মুঠোফোন টিও বিক্রি করে সন্তানের জন্য ঔষুধ কিনতে বাধ্য হোন। তারপর সুস্থ না হওয়ায় একমাত্র শিশু আল মাহী হোসেন কে বাঁচাতে ধার-দেনা ও স্থানিয়দের যৎ সামান্য আর্থিক সহযোগীতায় অবশেষে বৃহস্পতিবার ১৮ আগষ্ট রাতে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

একবার ভেঁবে দেখুন- মানুষ কতটা অসহায় হলে তার হাতে থাকা ছোট বাটুন “মুঠোফোন” বিক্রি করে ঔষুধ কিনে।

তাই যে যতটুকু পারেন ১/২ শত টাকা করে হলেও নিচের বিকাশ নাম্বারে পাঠিয়ে শিশুটি’র চিকিৎসা সহায়তায় এগিয়ে আসুন, ব্যাক্তি, প্রতিষ্ঠান বা সহৃদয় “দানশীল” ব্যক্তি, আপনারা / আপনাদের একটু সহযোগীতায় শিশুটি সুস্থতা লাভ করতে পারে। বিঃ দ্রঃ- বর্তমানে শিশুটির বাবা বা মা কারো কাছেই ফোন না থাকার কারনে অসুস্থ শিশুটির বাবার ঘনিষ্ঠজন ও সাপাহারের স্থানিয় সাংবাদিক মনিরুল ইসলাম ০১৭২৪-৮৭০১৮৯ (বিকাশ পার্সোনাল) নাম্বারে যে যার সাধ্যমত চিকিৎসা সহায়তা করবেন।