ময়মনসিংহের জামালপুরে শিশু শিক্ষার্থীর সাইকেল কেনার টাকা দান

0
96

ইকবাল হাসান, মযমনসিংহ বিভাগীয় প্রতিনিধি: মযমনসিংহ জেলার জামালপুরে এক শিশু শিক্ষার্থী নিজের প্লাষ্টিকের ব্যাংকে জমানো টাকা বাই সাইকেল না কিনে মানবতার ডাকে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর করোনা তহবিলে দান করেছেন।
গত বৃহস্পতিবার (৯জুলাই) জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোকলেছুর রহমানের হাতে ব্যাংকটি তুলে দেন ৬বছর বয়সের শিশু শিক্ষার্থী আহমদ শেখ।

জানাযায়,জামালপুরের মেলান্দহ উপজেলার বল্লভপুর গ্রামের আনসার সদস্য জিমি ইসলামের ৬বৎসর বয়সের পুত্র আহমদ শেখ। সে মেলান্দহের ডিক্রীরচর খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
আনসার সদস্য জিমি ইসলাম জানায়,তার ছেলে আহমদ শেখ(৬) একটি বাই সাইকেল কেনার জন্য প্লাষ্টিকের ব্যাংকে টাকা জমায়। টেলিভিশনে খবর দেখে শিশু আহমদ নিজেও তার ব্যাংকটি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই তার টাকা জমা দিতে এসেছি।

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক মোকলেছুর রহমান তাকে ধন্যবাদ জানান। শিশু শিক্ষার্থী আহমদের মানবতার সেবায় আরো অনেকে উদ্বুদ্ধ হবেন বলে মন্তব্য করেন অতিরিক্ত জেলা প্রশাসক।