চিতলমারীতে জাতীয় শোক দিবসে দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

0
274

সাগর মন্ডল,চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে জাতীয় শোক দিবস উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা কোডেক এর উদ্যোগে শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বিকাল ৫ টায় শ্যামপাড়া কোডেক কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে অতি দরিদ্র শতাধিক পরিবারের হাতে ১০ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি আলু ও ১ কেজি তুলে দেওয়া হয়।

এ সময় কোডেক বাগেরহাট জোনের সিনিয়র জোনাল ব্যবস্থাপক শেখ হাসানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা, বিশেষ অতিথি ছিলেন সন্তোষপুর ইউপি চেয়ারম্যান বিউটি আক্তার।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি জোনাল ম্যানেজার মোঃ শহিদুর রহমান, সমৃদ্ধি প্রকল্প সমন্বয়কারী মাহাবুব আলম, শাখা ব্যবস্থাপক অশোক কুমার মজুমদার প্রমুখ।