কানাইঘাটের লামাঝিঙ্গাবাড়ি মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালিত

0
507

এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় সিলেটের কানাইঘাট উপজেলার লামাঝিঙ্গাবাড়ি মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৫ আগষ্ট) মাদ্রাসা হলরুমে সকাল ১০ ঘটিকায় মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান মালায় ছিলো- কুরআন তেলাওয়াত, হামদ্, নাত, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, বক্তব্য, দেশাত্মবোধক গান, দোয়া ও মিলাদ মাহফিল।

মাদ্রাসা সুপার মাওলানা বেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাইদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মাদ্রাসার সহকারী মৌলবী মাওলানা আলতাফুর রহমান, মাওলানা শামসুল কারীম, ইবতেদায়ী প্রধান মাওলানা ফরিদ উদ্দিন, সহকারী শিক্ষক ফরিদ উদ্দিন আহম্মেদ, এবাদুর রহমান, আক্তারুজ্জামান, এইচএম সাইফুল্লাহ, মাওলানা আবু বক্কর, জামাল উদ্দিন প্রমূখ।

পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ। এর আগে বক্তারা দেশ স্বাধীনতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব সহ তার পরিবারের নির্মম হত্যাকান্ড উপস্থিত ছাত্র ছাত্রীদের মাঝে তুলে ধরেন।

এসময় মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মাওলানা আলতাফুর রহমানের পরিচালনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।