বাগেরহাটের রামপালে জাতীয় শোক দিবস পালিত

0
130

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রামপাল উপজেলা প্রশাসন আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালী, আলোচনা সভা, বৃক্ষ রোপণ, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৯ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জতীয় পতাকা উত্তোলন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। এ সময় উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি। পরিষদের মিলনায়তনে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এসিল্যান্ড শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক, উপজেলা প্রকৌশলী মোঃ গোলজার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, পিআইও মোঃ মতিউর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অপর দিকে একই স্থানে বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল ওহাবের সভাপতিত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রভাষক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা আ. রউফ, সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, মুক্তি যোদ্ধা শেখ মোজাফফর হোসেন, শেখ আ. মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু, বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির, রাজনগর ইউনিয়নে চেয়ারম্যান সুলতানা পারভীন, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, আক্তারুজ্জামান প্রমুখ।

একইভাবে রামপাল সরকারি কলেজ, রামপাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাগা সুন্দরবন মহিলা কলেজ, গিলাতলা আবুল কালাম কলেজ, রামপাল সদর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস পালন করা হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা করা হয়েছে। এ ছাড়াও সরকারি হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।