বান্দরবানে বিপুল পরিমাণে বিদেশী মদ ও সিগারেট ধ্বংস

0
190

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে ৩টি মামলার আলামত হিসেবে হিসাবে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

আজ রবিবার ১৪ আগষ্ট বিকালে বান্দরবান আদালত চত্বরে ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এর নির্দেশনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল হক উপস্থিতিতে এসব জব্দকৃত বিদেশি সিগারেট ও বিদেশি মদ আলামত হিসাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আদালত সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানার জব্দকৃত এসব মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিদেশি সিগারেট ও বিদেশী মদ ।যার আনুমানিক পাঁচ লাখ একত্রিশ হাজার পাঁচশত টাকা।

মাদকদ্রব্য ধ্বংসকালীন সময়ে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মিঠন সিংহ,এস আই এটিএম শহিদুল ইসলাম কোর্ট পরিদর্শক কোর্ট ইন্সপেক্টর মোঃ মুজিদ, মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত , কনস্টেবল, সাদেক প্রমুখ।